
প্রতীকী ছবি।
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে দুইজন শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পৌর শহরের হাইক্কারমার ঘাটে গোসল করতে নামেন তারা।
নিখোঁজ দুই শিশুর নাম, মিনহাজ হোসেন (৭) ও উম্মে কুলসুম (১২)। সম্পর্কে তারা আপন ভাই-বোন।
নিখোঁজের স্বজনরা জানান, বুধবার দুপুরের দিকে কুমার নদে দুই ভাই-বোন গোসল করতে নামে। একপর্যায়ে দুইজনই পানিতে তলিয়ে যায়। এ সময় আরেক শিশু তাদের ডুবে যেতে দেখে পরিবারকে জানায়। পরে স্থানীরা এসে অনুসন্ধান চালালেও তাদের পাওয়া যায়নি।
পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী চালায়। সবশেষ বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করেছেন ডুবুরি দল।
/আরএইচ



Leave a reply