Site icon Jamuna Television

হাসিনার ভাষণ গণমাধ্যমে প্রচার করা মানে তাকে সহযোগিতা করা: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয়, তাহলে ধরে নিতে হবে, মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে। জাতির আশা–আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সুশীলতাকে ছুড়ে ফেলে দেয়া হয়েছে বলেই গণঅভ্যুত্থান হয়েছে। হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্রলীগ ও হাসিনা এখন ক্লোজড চ্যাপ্টার। এই চ্যাপ্টার গত ৫ আগস্ট শেষ হয়ে গেছে। তারা যদি প্রাসঙ্গিক থাকত, তাহলে তাদের পালাতে হতো না।

তিনি আরও বলেন, গণমাধ্যমে এখনও দেখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেন। উনি কি সাবেক প্রধানমন্ত্রী নাকি, উনি ফ্যাসিস্ট ‘বুচার অব বাংলাদেশ’। শুধু নিজের চেয়ার টিকিয়ে রাখতে ২ হাজার মানুষকে হত্যা করেছেন।

মিডিয়াতে কেন ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা হয় না, সে প্রশ্ন রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। বলেন, যদি আপনারা না লিখেন, তাহলে আপনারা আওয়ামী কাঠামোকে অব্যাহত রাখছেন। এখন ফ্যসিবাদবিরোধী যে দলগুলো আছে, তাদের সঙ্গে মতের পার্থক্য হবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট যে, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোনো মাধ্যমে হতে দেয়া হবে না।

এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজে দেয়া পোস্টের স্ক্রিনশট।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেখ হাসিনার বক্তব্য প্রচার–সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়। তাতে লেখা হয়েছে, ‘খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয়, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।’

/এমএন

Exit mobile version