Site icon Jamuna Television

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাঙচুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা।

এ সময় বিক্ষুব্দরা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জানালা খুলে নিতে দেখা যায়। একপর্যায়ে বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুরের চালানো হয়।বিক্ষুব্ধরা এ সময় শেখ হাসিনার ফাঁসি চাই, মুজিববাদ মুর্দাবাদ ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। এরপর শেখ হাসিনার ভাষণ দিলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেন অনেকেই।

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে এ কর্মসূচিতে সমর্থন জানান।

/আরএইচ

Exit mobile version