Site icon Jamuna Television

কোপা দেল রে: ভ্যালেন্সিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সা

কোপা দেল রে’তে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

সময়টা দারুণ যাচ্ছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার। সদ্যই সুপার কাপের শিরোপা জেতা দলটা কোপা দেল রেতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। রিয়াল মাদ্রিদের পর রিয়াল বেতিসের সঙ্গেও গোল উৎসব করে দলটি জায়গা করে নেয় কোয়ার্টারে। এবার তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

এখন পর্যন্ত আট বার কোপা ঘরে তুলেছে ভ্যালেন্সিয়া। সবশেষ বার্সা কে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল দলটি। আবারও তাদের সামনে বার্সা বাধা।

বার্সেলোনা সবশেষ কোপার শিরোপা উঁচিয়ে ধরেছিল ২০২০-২১ মৌসুমে। এখন পর্যন্ত ৩১ বার কোপা জিতেছে বার্সা। রাফিনিয়া, লেভান্দোভস্কিরা ফিরেছেন পুরনো ছন্দে। তবে ইনজুরির কারণে বার্সা গোল্পোস্টের নিচে দেখা যাবে না স্টেগানকে।

তবে, দুদলের দেখায় যোজন যোজন এগিয়ে বার্সা। ৬২ ম্যাচের বার্সার ৩৩ জয়ের বিপরীতে মাত্র ১২ জয় ভ্যালেন্সিয়ার।

/এমএইচ

Exit mobile version