Site icon Jamuna Television

খুলনাকে চট্টগ্রামের খোঁচা— সুন্দরবন এত ফাঁকা কেন, আর বাঘ কোথায়?

ফাইনালে ওঠার পর চট্টগ্রামের খেলোয়াড়দের সেলফি উদযাপন

সামাজিক মাধ্যমের যুগে কখন, কী ভাইরাল হবে তা বলা মুশকিল। এই যেমন, নতুন করে ভাইরাল ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়’। ১৯৯৬ সালে ইফতেখার জাহানের পরিচালনায় মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায়, বাপ্পারাজের কষ্টের একটি ডায়ালগ ছিল এটি। এরপরও এতেই যেন নতুন করে মজার রসদ খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

এবার সেই একই ধাঁচে প্রতিপক্ষের সঙ্গে মজা নিলো বিপিএলের ফাইনালে যাওয়া দল চট্টগ্রাম কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলে আলিস আল ইসলামের বাউন্ডারিতে ফাইনালে পৌঁছেছে কিংস। এরপর তারা নিজেদের ফেসবুকে একটি শর্ট ভিডিও (রিলস) প্রকাশ করেছে।

সেখানে দেখা যায়, সোফায় বসে আছেন খালেদ আহমেদ, শরিফুল ইসলামরা। তাদেরকে ঘিরে আছেন দলের অন্যান্য খেলোয়াড়রা। একপর্যায়ে শরিফুল ইসলাম খালেদকে বলেন, খালেদ ভাই, খালেদ ভাই সুন্দরবন এত ফাঁকা কেন, আর বাঘ কোথায়? জবাবে, খালেদ বলেন, সব বাঘ সিংহ খেয়ে ফেলেছে।

এরপর চট্টগ্রাম কিংসের খেলোয়াড়রা বাপ্পারাজের ‘আমি বিশ্বাস করি না’ এই ডায়ালগকে কপি করে বলেন, ‘আমি বিশ্বাস করি না’।

প্রসঙ্গত, বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় চট্টগ্রাম ও খুলনা টাইগার্স। আগে ব্যাট করে খুলনা সংগ্রহ করে ১৬৩ রান। শেষ বলের থ্রিলিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস। এরপরই প্রতিপক্ষকে এমন খোঁচা দিলো বন্দরনগরের দলটি।

/এনকে

Exit mobile version