কোপা দেল রে’তে লেগানসের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই জয়ে সেমিতে পা রাখল লস ব্লাঙ্কোসরা। অপরদিকে, ইংলিশ ফুটবল লিগ কাপে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হেরেছে আর্সেনাল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলাদা দুই লিগ কাপের ম্যাচে মাঠে নামে দু’দল। লেগানেসের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে লুকা মড্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। এর ৮ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এনড্রিক। তবে লেগানেসও ফিরে আসার চেষ্টা চালিয়েছিল তখনই। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিউস। মাঠে নামার পরেই দুইটি সহজ সুযোগ হাত ছাড়া করেন ভিনি। তবে সুযোগ কাজে লাগিয়ে ৫৯ মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। ২-২ সমতার পর রিয়ালের আক্রমণে বাড়ে গতি। ম্যাচের শেষ মিনিটে হেডে জয়সূচক গোলটি করেন গঞ্জালো গার্সিয়া।
অপরদিকে, নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে গোল মুখে প্রথম শট নেয় আর্সেনাল। মার্টিন ওডেগোরের শট প্রতিহত হয় পোস্টে। পাল্টা আক্রমণে এগিয়ে যায় নিউক্যাসল। ইংলিশ মিডফিল্ডার মার্ফির শট খুজে নেয় জালের ঠিকানা। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় নিউক্যাসেল।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পোস্ট ফাকা পেয়ে ৩৫ গজ থেকে লক্ষভ্রস্ট শট নেয়া গর্ডন অবশ্য ভুল করেননি এবার। বক্সে ফাকা বল পেয়েই আর্সেনাল গোল রক্ষককে পরাস্থ করেন গর্ডন। এতে ফাইনালের টিকেটও প্রায় নিশ্চিত হয়ে যায় নিউক্যাসলের। বাকি সময়েও আর্সেনাল আর ম্যাচে না ফিরতে পারলে হার নিয়ে মাঠ ছাড়ে গানাররা। ফাইনালে লিভারপুল-টটেনহ্যাম ম্যাচের দুই লেগ মিলিয়ে জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে নিউক্যাসেল ইউনাইটেড।
/এমএইচআর
Leave a reply