Site icon Jamuna Television

৩২ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি: হাফিজ

ফাইল ছবি

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজেদের অবস্থানের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন হাফিজ উদ্দিন।

তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের বিশৃঙ্খলা। বলেন, এর পেছনে ভারতের কোনো হস্তক্ষেপ আছে কিনা তা দেখতে হবে।

নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এ বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি। গণতন্ত্রবিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

/এনকে

Exit mobile version