Site icon Jamuna Television

গণঅভ্যুত্থানে নিহতের স্বজনদের বিক্ষোভ শাহবাগে, যান চলাচল বন্ধ

গণঅভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। তাতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছি।

নিহতদের স্বজনরা বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের ছয়মাস পূর্ণ হলেও বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত শাহবাগ আমাদের দখলে থাকবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে তারা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত। এ সময় আওয়ামী লীগের রাজনীতি অবৈধ ঘোষণার দাবিও জানানো হয়।

/আরএইচ

Exit mobile version