Site icon Jamuna Television

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঘুষ গ্রহণের মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন সিনিয়র বিশেষ জজ আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালত এই আদেশ দেন।

এর আগে, শিবলী রুবাইয়াতকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।

একইসাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকেও জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

দুদকের করা এই মামলায় শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখের অধিক টাকার ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন চ্যানেলে দেশে অবৈধভাবে টাকা আনার অভিযোগও করা হয়। অন্যদিকে, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের জ্ঞাত আয় বহির্ভূত ২৭ কোটি ৮৬ লাখের অধিক সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানায় দুদক।

/আরএইচ

Exit mobile version