Site icon Jamuna Television

‘আন্দোলনে শ্রমিকসহ যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগ জাতির সামনে তুলে ধরা জরুরি’

আওয়ামী ফ্যাসিবাদ পতনে ছাত্র-জনতার পাশাপাশি শতাধিক শ্রমিক জীবন দিয়েছে জানিয়ে তাদের ত্যাগ জাতির সামনে তুলে ধরা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে মিরপুর ১০ নম্বর জুট পট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও পল্লবী থানা শ্রমিক দলের কর্মীসভায় এ কথা বলেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের ভাগ্যন্নোয়নে নতুন বাংলাদের গড়ার লড়াই চলছে। ৭ কোটির বেশি শ্রমিকের ঘামে-শ্রমে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বিএনপি এমন বাংলাদেশ গড়ে তুলতে চায় যে বাংলাদেশে শ্রমিক শ্রেণির মানুষের মুখে হাসি ফুটবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক বলেন, স্বৈরাচারের পতন একদিনে হয়নি। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

ফ্যাসিবাদের সাথে খালেদা জিয়া কোনো আপস করেননি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে তিনি স্বেচ্ছায় কারাবরণ করেছেন। বাংলাদেশে আর প্রতিহিংসার রাজনীতি হবে না। তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান আমিনুল হক।

অনুষ্ঠানে পল্লবী থানা তিন নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি শহীদ মো. আসিফ মিয়ার পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

/এমএইচ

Exit mobile version