Site icon Jamuna Television

ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সংগঠনটির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এ ছাড়াও দেশজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে, চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌরসভা পার্ক থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে পথসভা করে নেতাকর্মীরা। এ ছাড়াও নড়াইল রাজবাড়ী, হবিগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন জেলায় ছিল নানা আনুষ্ঠানিকতা।

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

/এএস

Exit mobile version