Site icon Jamuna Television

তেল রফতানিতে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যের ডাক ইরানের

তেহরানের তেল রফতানি শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার হুমকির পর নড়েচড়ে বসেছে ইরানের সরকার। তেল উৎপাদনকারী দেশগুলোকে মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করছে ইরান। যার বেশির ভাগই চীনের কাছে বিক্রি করছে তারা। যদি ইরানের অপরিশোধিত তেল রফতানিতে নিষেধাজ্ঞা ইরানের পাশাপাশি অন্য আরও কয়েকটি দেশও বেশ চাপের মুখে পড়তে পারে। বিশ্বে প্রতিদিন যত তেল উৎপাদন হচ্ছে তার ১.৪ শতাংশই ইরানের। 

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের মহাসচিব আল গাইসের সেঙ্গ এক বৈঠকে জোটের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান। অন্যথায় মার্কিন হুমকির মুখে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি যে ওপেকের সদস্যরা ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করলে, আমেরিকা তাদের একজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করতে পারবে না। 

/এআই

Exit mobile version