Site icon Jamuna Television

বইমেলায় মুনিম রাব্বীর কবিতার বই

অমর একুশে বইমেলায় এসেছে লেখক মুনিম রাব্বীর বই ‘ফুল ও মৃত মাকড়সার জাল’। এটি তার প্রথম কবিতার বই। ‘২৫ বছর: ২৫ লেখকের ১ম বই’ প্রকল্পে বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী।

বইটির ফ্ল্যাপে লেখা— ‘মুনিম রাব্বী, যিনি কবিতা ও কথাশিল্পের উপত্যকা বেয়ে নিরন্তর হেঁটে চলেন। প্লেটো বলেছিলেন, কাব্য সত্য থেকে দূরে থাকে। মুনিমের কবিতা সত্যের কাছে পুরোপুরি না ফিরলেও সুন্দরের কাছে ফেরে। মাকড়সার জাল ছিন্ন করে ফুলের প্রাপ্তির কথা বলে।

জর্জ সেফেরিস বলেছিলেন, একটা কবিতা লেখা শেষে আরেক কবিতার জন্মের আগ পর্যন্ত সময়টা কবি আর ‘কবি’ থাকেন না। কিন্তু মুনিম রাব্বী আপাদমস্তক একজন কবি। যখন তিনি কবিতা লেখেন না, তখনও। এই শহরের কোনো সড়কে ফুল ও মাকড়সার পাশাপাশি হেঁটে এসে মুনিম আমাদের মনে করিয়ে দেন– সেতু পেরোলেই উপশহর। ধ্বংসের চেয়ে যিনি বিশ্বাসী মেরামতে।

মুনিম রাব্বীর প্রথম বই হবে কবিতার, এটাই ছিল ভবিতব্য। পাঠকও ‘ফুল ও মৃত মাকড়সার জাল’-এ নিরন্তর ঘুরপাক খাবে, এ কথা বলে দেয়াই যায়।

বইটির প্রচ্ছদ করেছেন নাওয়াজ মারজান। মূল্য ১৫০ টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে ঐতিহ্যের প্যাভিলিয়ন ২৮ থেকে বইটি কিনতে পারবেন পাঠক।

/এএম

Exit mobile version