Site icon Jamuna Television

হুমায়ূন স্ত্রী ও অভিনেত্রী শাওন আটক

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে আটকের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। তিনি বইমেলাসহ দেশের নানা কর্মকাণ্ড নিয়ে দিচ্ছিলেন মতামত।

আরও পড়ুন: মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন

Exit mobile version