Site icon Jamuna Television

দাম বাড়ার পর ১ লাখ ডিম চুরি হয়েছে পেনসিলভানিয়া

ডিমের চরম বর্ধিত দামে নাকাল যুক্তরাষ্ট্র। এমন সময়ে দেশটির পেনসিলভানিয়া রাজ্যের গ্রিনক্যাসলে একটি বিতরণ ট্রেলার থেকে এক লাখ ডিম চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, ডিমগুলোর দাম ৪০ হাজার ডলার। স্থানীয় সময় শনিবার রাত ৮ টা ৪০ মিনিটের দিকে পিট অ্যান্ড গেরিস অর্গানিকস পরিচালিত একটি ট্রাক থেকে ডিমগুলি চুরি করা হয়।

রাজ্য পুলিশের মুখপাত্র ট্রুপার মেগান ফ্রেজার একটি ই-মেইলে বলেছেন, চোরচক্র ডিমগুলো বিক্রি করতে পারে।এমনকি ভাঙচুরের উদ্দেশ্যেও ব্যবহার করতে পারে।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারিতে এক ডজন গ্রেড-এ ডিমের গড় মূল্য ৬.৭০ ডলারে পৌঁছেছে, যা ডিসেম্বরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ডিমের মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বার্ড ফ্লুর। ক্যালিফোর্নিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এগস আনলিমিটেড’-এর তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত ২৬ মিলিয়ন মুরগি-হাঁস জাতীয় পাখি মারা গেছে এতে মুরগির সংখ্যা কমপক্ষে ৭% কমেছে। যার ফলে ডিমের উৎপাদন ও গুণগত মানও প্রভাবিত হয়েছে।

/এআই

Exit mobile version