প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
মাদারীপুরে দুটি আসনের বিএনপির ২ বিকল্প প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবার দুপুরে জেলা রিটানির্ং কর্মকর্তার কার্যালয়ে এসে প্রার্থীর সমর্থকরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। তবে মাদারীপুরের তিনটি আসনেই বিএনপির প্রার্থী রয়েছে। এছাড়া তিনটি আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ চূড়ান্ত ভোট যুদ্ধে ১২ প্রার্থী লড়বেন বলে জানা গেছে।
জেলা রিটানিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম জানান, মাদারীপুরের তিনটি আসনে ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। কিন্তু ৭ জন প্রার্থীর মনোনয়নে ভুল তথ্য থাকায় বাতিল করা হয়। পরে এদের মধ্যে ৪ জন আপীল করে প্রার্থিতা ফিরে পায়। তবে এদের মধ্যে থেকে বিএনপির মাদারীপুর ১ আসনের নাদিরা আক্তার মিঠু ও মাদারীপুর ২ আসনে জাহান্দার আলী জাহান মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। এনিয়ে মাদারীপুরের তিনটি আসনে এখন ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

