Site icon Jamuna Television

৪ দিন ধরে খোঁজ মিলছে না কেরানীগঞ্জের শিক্ষার্থী রাকিবের

৪দিন ধরে কেরানীগঞ্জের দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব (১৭) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। তার সন্ধান পেতে ইতোমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে তার বাবা দুলাল মিয়া।

রাকিব দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। রাকিব ঐ এলাকার বাঘা পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

রাকিবের বাবা দুলাল মিয়া জানায়, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে রাকিব তার মায়ের সাথে মুঠোফোনে শেষ কথা বলে। তারপর থেকে রাকিব বাড়িতে ফিরেনি। কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা মদীনা নগর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে সে আমার স্থানীয় ঠিকানা আব্দুল্লাহপুরের নিজ বাড়ি এলাকায় যায়। সে ঐ এলাকাতেই ও বেশি সময় থাকে। রাত ১১টা কিংবা রাত ১২টার কোনো সময়ে ভাগনার ভাড়া বাসায় এলাকায় চলে আসে। তবে ৩ ফেব্রুয়ারির রাত থেকে বাসায় ফিরে আসেনি।

সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা চালিয়ে তাকে খোঁজ করা হচ্ছে। সর্বশেষ তার মুঠোফোনে একটি কল আসে সেই কলের সূত্র ধরে পুলিশ কাজ করছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাকিব নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে।

রাকিবের পরনে ছিলো ফুলহাতার শাট ও ফুলপ্যান্ট। দেখতে শ্যামলা বর্ণের উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি। যদি তাকে কোথাও কেউ দেখতে পায় তাহলে পরিবারের দেয়া ০১৭১৫১২১৫৭১, ০১৭৫৮২৮০৫৫৮ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

/এসআইএন

Exit mobile version