Site icon Jamuna Television

আবারও পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করলো ফিফা

পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) আবারও নিষিদ্ধ করলো ফিফা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এ নিয়ে গেলো ৮ বছরের মধ্যে তৃতীয়বার ফিফার নিষেধাজ্ঞায় পড়লো পিএফএফ। দেশটির ফেডারেশনের গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য সুপারিশ করেছিলো ফিফা। কিন্তু, প্রস্তাবিত গঠনতন্ত্র প্রত্যাখ্যান করে পাকিস্তান ফুটবল ফেডারেশন। এতে আবারও ফিফার নিষেধাজ্ঞা জুটলো পিএফএফ’র ভাগ্যে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এমন সিদ্ধান্ত সংস্থাটির। তবে ফিফা ও এএফসি প্রস্তাবিত সংশোধিত সংবিধান অনুমোদন দিলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

/এমএইচ

Exit mobile version