Site icon Jamuna Television

বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের ‘নীল কুয়াশায়’

অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’। এটি লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর সপ্তম বই। বইটির প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ।

বইটিতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন প্রাণীর অস্বাভাবিক আকার ধারণ এবং মানুষের লড়াইকে কেন্দ্র করে ঘটনাপ্রবাহ এগিয়ে গেছে। এটি কল্পনাধর্মী হওয়ায় পাঠকেরা শুরু থেকে শেষ অবধি নিজের অজান্তেই একটি কল্পনার জগতে ঢুকে পড়বেন। নিজের চারপাশে আবিস্কার করবে পরাবাস্তবতা। তাছাড়া বইটিতে কল্পবিজ্ঞানের ছোঁয়া এবং বিজ্ঞানের আঙ্গিকও রয়েছে। পাশাপাশি রয়েছে আবেগ, প্রেম এবং ভাবনার আলাদা জগত।

বইটির ফ্ল্যাপে লেখা, কোনো এক তীব্র শব্দ ঝড় যেন পাল্টে দিতে চাইছে সমস্ত দৃশ্যপট। জানালার বাইরে আলোর একটা চিকন সুতোর মতো রেখা তীব্র হতে হতে ভীষণ নাড়িয়ে দিচ্ছে দু’চোখের পাতা। অভ্যেস মতোন সন্ধানী আঙুল খুঁজে পেলো সব যাতনা থামাবার অপেক্ষমান বোতাম। বাঁ হাতের কব্জি উল্টে চোখ ঢাকলাম। আসলেই কী ঘুম ভেঙেছে নাকি স্বপ্ন দেখছি। ডান হাতের আঙুল দিয়ে বাম হাতে চিমটি কেটে দেখলাম। না, জেগেই তো আছি। তাহলে এমন ঘোর ঘোর কেন। ঘরটাও কেমন অচেনা লাগছে। এখানেই কী ঘুমিয়েছিলাম? স্বল্প চেনা জানালার ওপাশের নিম গাছটা নড়েচড়ে উঠল চাঁদের আলোয়। সেই নীল আলোর তীব্র রেখাটা আড়াআড়ি ভাবে ছুটে আসছে সাগরের দিক থেকে। খুবই সুক্ষ্ম। অনেকটা ছেলেপেলেদের হাতে অন্ধকারে খেলনা লেজার লাইটের আলোর মতো। আলোটা স্থির হয়ে আছে জানালার ঠিক উপরের দিকটায়।

চলতি সপ্তাহেই বইমেলায় অনিন্দ্য প্রকাশের ৭২৫-৭২৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

Exit mobile version