নারায়ণগঞ্জের কাচঁপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংর্ঘষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাকলি বেগম, তার পাঁচ বছর বয়সী ছেলে আরিয়ান আহম্মেদ রাফি ও রংপুরের পীরগাছা থানার অটোরিকশা চালক আনিছুর রহমান (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ঢাকাগামী একটি দ্রুতগতির বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মা-ছেলেসহ তিনজন যাত্রী নিহত হন।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ওয়াহিদ মোরশেদ জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
/আরএইচ
Leave a reply