Site icon Jamuna Television

যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবক

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাজারে এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে একটি মশার কয়েল স্ট‍্যান্ড কারখানায় কাজ করতো।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কাওসারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন জানান, আমি এবং কাউসার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি ৩ ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত কাউসার মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় থাকতো। তার পরিবারকে খবর দেয়া হয়েছে তারা ঢাকা মেডিকেলে আসছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।

/এএস

Exit mobile version