Site icon Jamuna Television

‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন

‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন করা হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫। বাংলাদেশ সেনাবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজনের উদ্বোধন করেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় রাজধানীর ৩০০ ফিট এ এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ।

জানা যায়, এবার এতে অংশ নিয়েছেন ১০,০০০ দৌড়বিদ। এছাড়াও ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন।প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য।

অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে।

ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার দুপুর ২:০০ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

/এসআইএন

Exit mobile version