Site icon Jamuna Television

৫ম দফায় মুক্তি পাচ্ছেন আরও ১৮৩ ফিলিস্তিনি

ব্যাপক উদ্বেগ-শঙ্কার পর হামাস-ইসরায়েল ৫ম দফা বন্দি বিনিময় কার্যকর হচ্ছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) আরও ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছেন তিন ইসরায়েলি জিম্মি। খবর রয়টার্সের।

হামাস প্রকাশিত তালিকা অনুযায়ী ছাড়া পাবে ৫২ বছর বয়সী এলি শারাবি, ৫৬ বছরের ওহাদ বেন আমি এবং ৩৪ বছর বয়সী ওর লেভি।

২০২৩ এর ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানে কিবুৎজ বেরি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এলি এবং ওহাদ বেনকে। লেভিকে আটক করা হয়েছিলো নোভা ফেস্টিভ্যাল থেকে। ইসরায়েলের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গ করে গাজায় ত্রাণ প্রবেশে বাধার অভিযোগ তুলেছে হামাস। এর জেরে মুক্তি পেতে যাওয়াদের তালিকা প্রকাশে বিলম্ব করে তারা।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি কার্যকর হয় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। এ পর্যন্ত মুক্ত হয়েছেন ১৮ ইসরায়েলি জিম্মি ও ৩৯৩ ফিলিস্তিনি কারাবন্দি। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে মুক্তি পাওয়ার কথা ৩৩ জিম্মি ও ১ হাজার ৯শ’ ফিলিস্তিনি বন্দির।

/এসআইএন

Exit mobile version