Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে আবারও বিমান দুর্ঘটনা হয়েছে। বিমানটি হারিয়ে যাওয়ার একদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আলাস্কায় একটি ছোট বিমানের ধবংসাবশেষ ও তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিমানটি শুক্রবার নোম শহরের দক্ষিণ–পূর্বে প্রায় ৩৪ মাইল দূরে পাওয়া গেছে।বিমানটিতে দুর্ঘটনার সময় পাইলটসহ মোট ১০ আরোহী ছিলো। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মাইক সালার্নো জানিয়েছেন, কোস্ট গার্ডের দুইজন উদ্ধার সাঁতারু সেখানে পৌঁছেছিলেন। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, বাকি সাতজনেরও মৃত্যু হয়েছে।

বর্তমানে তুষারের ভেতর থেকে উদ্ধার করা হয় বিমানটির কিছু ধ্বংসাবশেষ। ভারী তুষারের কারণে ব্যহত হচ্ছে উদ্ধার অভিযান।

সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনার ঘটে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষে প্রাণ যায় কমপক্ষে ৬৭ জনের। এর কয়েকদিনের মাথায় ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সাতজনের।

/এসআইএন

Exit mobile version