Site icon Jamuna Television

ইউরোপিয়ান ফুটবল: জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড-বায়ার্ন-য়্যুভেন্তাস

জায়ান্টদের জয়ের রাতে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুন্দেসলিগায় ভেয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতেছে বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান লিগে কোমোর বিরুদ্ধে জয় পেয়েছে য়্যুভেন্তাস।

শুক্রবার (৭ জানুয়ারি) আলাদা ম্যাচে মাঠে নামে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ ক্লাবগুলো।

এফএ কাপের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে গোল খেয়ে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪২ মিনিটে ববি দে করডোভার গোলে লিড নেয় লেস্টার সিটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রেড ডেভিলরা। ৬৮ মিনিটে জোশুয়া জিরকজির গোলে সমতা আনে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ইনজুরি সময়ে ম্যান ইউনাইটেডের ২-১ গোলের জয় নিশ্চিত করেন লেস্টারের সাবেক ডিফেন্ডার হ্যারি মাগুয়ের।

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আতিথ্য দেয় ভেয়ার্ডার ব্রেমেনকে। তবে প্রথমার্ধে গোল পায়নি কেউই। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে আলিয়াঞ্জ অ্যারেনার দর্শকদের উৎসবে মাতার হ্যারি কেইন।

৮২ মিনিটে দ্বিতীয় গোল পায় বাভারিয়ানরা। এবার লেমারের দারুন ক্রসে ট্যাপইনকরে স্কোর শিটে নাম তোলেন লিরয় সানে।

ম্যাচের ইনজুরি সময়ে আবারো পেনাল্টি পায় স্বাগতিকরা। আবারো স্পট কিক থেকে গোল করে বায়ার্নের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন কেইন।

অপরদিকে, ইতালিয়ান লিগের ম্যাচে কোমোর মুখোমুখি হয় য়্যুভেন্টাস। ম্যাচের ৩৪ মিনিটে কোলো মুয়ানির গোলে প্রথম লিড নেয় জুভেরা। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে আসসানে দিয়াও সমতায় ফেরায় কোমোকে।

তবে দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত হয় য়্যুভেন্তাসের। স্পট কিকি থেকে কোলো মুয়ানি গোল করলে ২-১ গোলে জয় পায় তুরিনের ক্লাবটি।

/এমএইচআর

Exit mobile version