Site icon Jamuna Television

‘নতুন’ গাদ্দাফি স্টেডিয়ামের যাত্রা শুরু আজ

২৯ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। ১৯৯৬ বিশ্বকাপের পর ২০১১ বিশ্বকাপেও সহ-আয়োজক হওয়ার কথা ছিল দেশটির। তবে ২০০৯ সালে শ্রীলঙ্কা সিরিজে বিদেশি খেলোয়াড়দের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বেশ কয়েক বছর দেশটিতে কার্যত নির্বাসনে ছিল আন্তর্জাতিক ক্রিকেট। অবশেষে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। এই আসর উপলক্ষে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমূল সংস্কার করে পিসিবি।

সংস্কারের পর নতুন চেহারায় ফিরেছে স্টেডিয়ামটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই মাঠেই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ।

আগের দিন শুক্রবার স্টেডিয়ামটিতে জমকালো এক আয়োজনে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের জার্সি উন্মোচন করা হয়।

শনিবার দুপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের এই সিরিজের ফাইনালসহ শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

উল্লেখ্য, দুপুর ৩টায় শুরু হবে ম্যাচ। সোমবার নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে। আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়ে প্রায় ৩ দশক পর আইসিসি ইভেন্টের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে।

/এমএইচআর

Exit mobile version