Site icon Jamuna Television

হুইল চেয়ার ও অটোরিকশা উপহার পেলেন আন্দোলনে আহত নেত্রকোণার রাজিব

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহত নেত্রকোণার রাজিব মিয়াকে হুইল চেয়ার ও অটোরিকশা উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুরের গুজিরকোণা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারেক রহমানের পক্ষে সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এসময়, রাজিবের চিকিৎসার দায়িত্ব নেয়ারও আশ্বাস দেন তিনি। পরে সেখানে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। সেবা নেন হতদরিদ্ররা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়েছিলেন নেত্রকোণার দুর্গাপুরের রাজিব।

/এমএইচ

Exit mobile version