Site icon Jamuna Television

সয়াবিন তেলের যোগান কমিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা— অভিযোগ ক্রেতাদের

রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেলের যোগান বেশ কমেছে। ক্রেতাদের অনেকেই চাহিদা অনুয়ায়ী তেল কিনতে পারছেন না। তবে, বাজার ঘুরে সরিষা আর রাইস ব্র্যান অয়েলের কোনো ঘাটতি দেখা যায়নি।

এদিকে, পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় সুযোগ বুঝে তেলের সাথে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন দোকানীরা। এই পরিস্থিতিতে অনেকে খোলা সয়াবিন তেল কিনতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে বাজারে গেলে ক্রেতারা অভিযোগ জানিয়ে বলেন, কিছুদিন আগে ভোজ্যতেলের দর লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। তবুও খুশি হননি উৎপাদকরা। তাই আবারও দর সমন্বয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে।

তারা আরও বলেন, রোজার মাসে তেলের চাহিদা বাড়ে। আর এর সুযোগ নিতে চায় সিন্ডিকেট। যার কারণেই দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন দর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই।

/এমএইচ

Exit mobile version