Site icon Jamuna Television

সেই লামিয়ার নতুন ঠিকানা সরকারি শিশু পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় চাচা-চাচি ও চাচাতো ভাই-বোনদের নির্যাতনের শিকার শিশু লামিয়া আক্তার (৯) ঠাঁই হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারে। শিশু পরিবারে বেশ আনন্দে কাটছে লামিয়ার। সেখানকার শিশুদের সঙ্গে সে খেলাধুলা করেছে, টিভি দেখেছে।

লামিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটের মো. কুদ্দুস মিয়ার মেয়ে। লামিয়ার দুই বছর বয়সে মা ও চার বছর বয়সে বাবা মারা যান। এর পর থেকে চাচা মো. রমজান মিয়ার মেড্ডা সিও অফিস সংলগ্ন বাড়িতেই থাকত সে। সেখানেই সে চাচা-চাচি ও চাচাতো ভাই-বোনদের হাতে নির্যাতিত হচ্ছিল দীর্ঘদিন ধরে। তাকে নির্যাতনের দৃশ্য ভিডিও করে রাখা হতো। বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কার্যালয় সরকারি শিশু পরিবারে কাছে শিশু লামিয়াকে বুঝিয়ে দেয় পুলিশ। এ সময় সে কান্না করে তার কথিত মায়ের (নির্যাতনকারী চাচি) কাছে যেতে চাচ্ছিল। চাচিকে সে মা হিসেবেই জানত।

ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কার্যালয় সহকারি পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার জানান, শিশু পরিবারের অন্য শিশুদের সঙ্গে সে খেলা করেছে। একসঙ্গে বসে খাবার খেয়েছে। টিভি দেখেছে। তাকে নতুন দুটি পোশাক কিনে দেওয়া হয়েছে। প্রসাধনসামগ্রীও কিনে দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, লামিয়া প্রকৃত অভিভাবক না থাকায় তার দায়িত্ব গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কার্যালয় ও জেলা শিশু পরিবার। আমরাও তার নিয়মিত খোজঁ খবর নিচ্ছি।

Exit mobile version