Site icon Jamuna Television

অন্যায়ের বিরুদ্ধে সব সময় সংগ্রাম চালিয়ে যেতে হবে: গণপূর্ত উপদেষ্টা

ফাইল ছবি।

অন্যায়ের বিরুদ্ধে সব সময় সংগ্রাম চালিয়ে যেতে হবে বাংলাদেশকে আর কখনোই হারিয়ে ফেলা যাবে না বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরে সাগর রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ফ্যাসিষ্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কি পরিমাণ অত্যাচার চালিয়ে তা নতুন বাংলাদেশে মানুষ নির্ভয়ে বলতে পারছে। এই পরিস্থিতির জন্য ২৪ এর শহীদদের কাছে জাতির ঋণী থাকা উচিত বলেও মত দেন তিনি।

আলোচনায় সাগর রুনীর আইনজীবী শিশির মনির বলেন,নানা প্রতিকূলতার পরেও এমন হত্যাকাণ্ড নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আগামী ৪ এপ্রিল বিশেষ টাস্কফোর্স সাগর রুনি হত্যার বিষয়ে তৈরি প্রতিবেদন হাইকোর্টে জমা দিবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version