Site icon Jamuna Television

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এবং বেশ কয়েকটি দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ফক্স নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগরে কেঁপে উঠেছে বলে মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে। ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে।

কলম্বিয়া, কেম্যান দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং কিউবার উপকূলসহ বেশ কয়েকটি স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা শুরুতে পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সম্ভাব্য বিপদের বিষয়ে সুনামি পরামর্শ জারি করেছিল, তবে প্রায় ৪৫ মিনিট পরে এটি বাতিল করা হয়। পরে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, যদিও সতর্কতা শেষ হয়েছে, শক্তিশালী এবং অস্বাভাবিক স্রোত চলতে পারে। পানির কাছে সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন।

এর আগে, ২০১৮ সালের জানুয়ারিতে ক্যারিবীয় সাগরে রিখটার স্কেলের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময় পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এরপর এর আগে ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

/এআই

Exit mobile version