Site icon Jamuna Television

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে নিখোঁজ ৩০

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে এই ভূমিধস হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অন্তত দশটি ঘর মাটি চাপা পড়ে গেছে এবং ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃপক্ষকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য যথাসাধ্য চেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি অনলাইন পোস্টে জানিয়েছে যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

/এআই

Exit mobile version