Site icon Jamuna Television

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

সাত কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা।

এরপর জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।  এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, দুপুর ২টার মধ্যে দাবি আদায়ে কোনো পদক্ষেপ দেখা না গেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও আমাদের দাবি পূরণ করা হয়নি। তাই আজকে লং মার্চ কর্মসূচি পালন করছি। অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

/আরএইচ

Exit mobile version