Site icon Jamuna Television

অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগে গ্রেফতার ১৯

সিনিয়র করেসপনডেন্ট রংপুর 

অপারেশন ডেভিল হান্টে রংপুর মহানগরীতে ৫ এবং বিভাগে ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার দিবাগত  মধ্যরাত থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান,  গতরাত বারোটা থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে মহানগরীর তাজহাটে ২ এবং কোতোয়ালি,  হারাগাছ ও মাহিগঞ্জ থানা এলাকা থেকে ১ জন করে গ্রেফতার করা হয়েছে।  

অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩  ঠাকুরগাঁও ২ এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। কত রাতের রংপুর এবং নীলফামারী জেলা থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

বিভাগের রেঞ্জ ডিআইজি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে মামলা রয়েছে।

শনিবার মধ্যরাত বারোটা থেকে একযোগে রংপুর মহানগর সহ রেঞ্জের ৮ জেলায় অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী।

/এটিএম

Exit mobile version