Site icon Jamuna Television

এসএ২০ লিগের চ্যাম্পিয়ন কেপটাউন

দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগে শিরোপা জিতেছে এমআই কেপটাউন। আসরের ফাইনাল ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো রাশিদ খানের দল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে কেপটাউন।

কনর এস্তেহেইজেনের ২৬ বলে ৩৯, ডেওয়াল্ড ব্রেভিসের ১৮ বলে ৩৮ ও রায়ান রিকেল্টনের ১৫ বলে ৩৩ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮১ রান তোলে এমআই কেপটাউন।

সানরাইজার্সের পক্ষে গ্লিসন, ইয়ানসেন ও লিয়াম ডসন নেন দু’টি করে উইকেট।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে সানরাইজার্স। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতে মাত্র ১০৫ রানে থামে তাদের ইনিংস। কাগিসো রাবাদা নেন সর্বোচ্চ ৪ উইকেট।

ব্যাট হাতে ২০৪ রান ও ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হন মার্কো ইয়ানসেন।

/এমএইচআর

Exit mobile version