Site icon Jamuna Television

কুষ্টিয়ায় কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি ও দফতর সম্পাদক গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর ছাত্রলীগের উপ-দফতর সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কুমারখালী পৌর ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মেজবাউল হক হৃদয় (২১) এবং পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮)।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ  সোলাইমান শেখ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট  এলাকায় নাশকতা করার প্রস্তুতির নিচ্ছিলো। ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর ছাত্রলীগের উপ দফতর সম্পাদক এবং পৌর ছাত্রলীগের সভাপতিকে আটক করা হয়। পরে তাদের নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

/এএস

Exit mobile version