Site icon Jamuna Television

 নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট নুজোমা আর নেই

নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। দেশটির বর্তমান নেতা নাঙ্গোলো এমবুম্বার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন হওয়া নামিবিয়ার দীর্ঘলড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন নুজোমা। ১৯৬০ সালে, সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) নামের একটি দল প্রতিষ্ঠা করেন। যেটি নামিবিয়ার মুক্তি সংগ্রামের লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ করেছে। 
স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানী উইন্ডহোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নুজোমা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা।

তিনি বলেন, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষবার অসুস্থ হওয়ার পর তিনি আর সুস্থ হতে পারেননি। বর্তমান প্রেসিডেন্ট আরও বলেন, তিনি (নুজোমা) আমাদের নিজ পায়ে দাঁড়াতে এবং আমাদের পূর্বপুরুষদের এই বিশাল ভূখণ্ডের মালিক হতে অনুপ্রাণিত করেছিলেন। 

/এআই

Exit mobile version