প্রিয়জনকে চকলেট দেয়ার দিন আজ

|

৯ ফেব্রুয়ারি, ২০২৫। ভ্যালেন্টাইন্স সপ্তাহের তৃতীয় দিন ‘চকলেট ডে’ হিসেবে বেশ পরিচিত। আর গতকাল ছিলো ভালোবাসা প্রকাশ করার দিন। যুগ যুগ ধরে অশেষ প্রেমের চিহ্ন হিসেবে চকলেটের আদান-প্রদান প্রচলিত। এদিন প্রিয় মানুষটিকে চকলেট দিয়ে মনের কথা জানাতেই পারেন।

ভ্যালেন্টাইন্স সপ্তাহে ৯ ফেব্রুয়ারি, ‘চকলেট’ দিবস পালন করা হলেও বিশ্বের কিছু ক্যালেন্ডার ভিন্ন কথা বলছে। ক্যালেন্ডার অনুযায়ী ৯ ফেব্রুয়ারি ছাড়া ৭ জুলাই ‘বিশ্ব চকলেট দিবস’ পালন করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ সেপ্টেম্বরকে ‘ইন্টারন্যাশনাল চকলেট ডে’-এর মর্যাদা দেয়া হয়েছে। ব্রিটেনে ২৮ অক্টোবর দেশটির বাসিন্দারা ‘জাতীয় চকলেট দিবস’ পালন করে। হালকা তেতো-মিষ্টি চকলেটের দিবস ১০ জানুয়ারি।

উল্লেখ্য, ভ্যালেন্টাইনস সপ্তাহ হলো প্রিয়জনদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ সময়। এটি ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ থেকে শুরু হয়, এরপর ৮ ফেব্রুয়ারি ‘প্রোপোজ ডে’, ৯ ফেব্রুয়ারি ‘চকোলেট ডে’, ১০ ফেব্রুয়ারি ‘টেডি ডে’, ১১ ফেব্রুয়ারি ‘প্রমিস ডে’, ১২ ফেব্রুয়ারি ‘হাগ ডে’, ১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’ এবং শেষে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ দিয়ে শেষ হয়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply