Site icon Jamuna Television

সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা, পুলিশের ধাওয়া

চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যেতে চাইলে হাইকোর্ট এলাকার সামনে তাদের ধাওয়া দেয় পুলিশ।

এসময় পুলিশের ধাওয়ায় এক ম্যাটস শীক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে আবারও মুলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই, আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না।

এর আগে শিক্ষার্থীদের ৫ সদস্যর প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন। বিকেল সাড়ে ৩টার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধিদল বৈঠকের উদ্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান।

/এটিএম

Exit mobile version