Site icon Jamuna Television

বুধবার বিএনপি, সমন্বয়ক ও নাগরিক কমিটির সাথে বসবে নাগরিক ঐক্য

জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে আগামী বুধবার বিএনপি, ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সাথে বৈঠক করবে নাগরিক ঐক্য।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বৈঠকের ঘোষণা দেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, বিএনপির সঙ্গে ছাত্র সমাজ ও জাতীয় নাগরিক একৈর মলোমালিন্য দূর হোক এটা আমরা চাই। আগামী বুধবারের বৈঠকে এ বিষয়েও আলোচনা হবে। সরকারে বসে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব একটা ভালো নয়।

তিনি আরও জানান, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র উত্তরণে সবাইকে একমত হতে হবে। নিজেদের মধ্যে সমঝোতাও বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

/এএস

Exit mobile version