Site icon Jamuna Television

আজ থেকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের পাল্টা কর কার্যকর

আজ থেকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের পাল্টা কর কার্যকর হচ্ছে। কিছু দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যেই আমেরিকার কিছু পণ্যের ওপর কর আরোপের ঘোষণা দিয়েছে চীন। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সব ধরনের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ করারোপের পর, গত ৪ ফেব্রুয়ারি বেইজিং এ ঘোষণা দিয়েছিলো।

এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যেকোনো স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে বলে জানান ট্রাম্প। এসব শুল্ক নির্দিষ্ট হারের ন্যায্য পদ্ধতি হবে। এই শুল্ক বিশ্বের যেকোনো দেশকে প্রভাবিত করবে। স্টিল ও অ্যালুমিনিয়ামের পাশাপাশি সেমিকন্ডাক্টর চিপ, ওষুধ, তেল ও গ্যাসের ওপরও শুল্ক বসানো হবে বলে জানান ট্রাম্প।

চীন সর্বশেষ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ আমদানি করসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। এছাড়া আমেরিকান অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর দশ শতাংশ শুল্কও আরোপ করা হয়েছিলো।

/এআই

Exit mobile version