Site icon Jamuna Television

লন্ডনে মেট্রো স্টেশনের বাংলা নামফলক সরিয়ে ফেলার পক্ষে ইলন মাস্ক

লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা ভাষা সম্বলিত একটি সাইনবোর্ড তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো স্টেশনে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় লেখা একটি সাইনবোর্ডের ছবি পোস্ট করে দাবি করেছেন যে লন্ডন স্টেশনের নাম ইংরেজিতে এবং শুধুমাত্র ইংরেজিতে-ই হওয়া উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এমন মন্তব্য করেন ইয়ারমাউথের এমপি রুপার্ট লো। রুপার্টের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি আরও আলোচনায় আসে এক্সের মালিক ইলন মাস্ক এই পোস্টের নিচে এক শব্দে মন্তব্য করার পর। পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেন, ‘হ্যাঁ’।

লন্ডনের বিস্তৃত টিউব নেটওয়ার্কের অংশ হোয়াইটচ্যাপেল স্টেশনে সাইনবোর্ডটি ২০২২ সালে চালু করা হয়েছিলো। যার অর্থায়ন করেছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। পূর্ব লন্ডনের উল্লেখযোগ্য বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে এই সাইনবোর্ড লাগানো হয়। এই এলাকাটি যুক্তরাজ্যের বৃহত্তম বাংলাদেশি প্রবাসীদের আবাসস্থল হিসেবে পরিচিত।

/এআই

Exit mobile version