বইমেলায় মাহরীন ফেরদৌসের ‘জলজ লকার’

|

অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে লেখক মাহরীন ফেরদৌসের উপন্যাসের বই ‘জলজ লকার’। বইটি কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে।

বইটির ব্যাক ফ্ল্যাপে লেখা রয়েছে– সদ্য কৈশোর পেরোনো কিছু ছেলেমেয়ের জীবনে এমন কী ঘটেছিল, যা তাদের ছায়ার মতো ধাওয়া করে আজও? বিশাল বড় মাছের পিঠে গড়ে ওঠা অদ্ভুত এক নগরী, যা যেকোনো মুহূর্তে ভেসে যেতে পারে অজানার পথে, সেখানকার বাসিন্দারা কি সত্যের মুখোমুখি হতে পারবে? নাকি সবকিছু চিরতরে হারিয়ে যাবে ছলনা আর বিভ্রমের অবধারিত অস্পষ্টতায়?

‘জলজ লকার’ এক রহস্যময় উপন্যাস; যেখানে মায়া, মিথ, ম্যাজিক রিয়ালিজম আর অচেনা জগতের পথ আপনাকে নিয়ে যাবে আলো ও অন্ধকারের বিচিত্র সংযোগস্থলে।

বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। গায়ের মূল্য ৬০০ টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে বইমেলায় কথাপ্রকাশের প্যাভিলিয়ন ২৫ থেকে বইটি কিনতে পারবেন পাঠক।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply