Site icon Jamuna Television

বিদ্যুৎ বিভ্রাটের জন্য সব দোষ বানরের: জ্বালানিমন্ত্রী কুমারা জয়কোডি

২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, আর এমন পরিস্থিতির জন্য সব দোষ বানরের বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী কুমারা জয়কোডি। রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সাড়ে এগারোটার দিকে শুরু হয় এই গোলযোগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য কলম্বোর দক্ষিণে একটি সাব-স্টেশনে এক বানরের অনুপ্রবেশকে দায়ী করা হয়েছে। দেশটিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হচ্ছে। এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে চিকিৎসা অবকাঠামো এবং পানি বিশুদ্ধকরণ প্লান্ট।

জ্বালানিমন্ত্রী দাবি করেন, একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছে, যার ফলে সিস্টেমে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। এ মন্তব্যের কারণে নেটিজেনদের কাছে বেশ তোপের মুখে পড়েছেন মন্ত্রী।

/এআই

Exit mobile version