Site icon Jamuna Television

দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডা. দীপু মনি। ফাইল ছবি।

প্রায় আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং তার স্বামী তৌফিক নেওয়াজের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি আরও জানান, দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর মামলায় স্বামী তাওফিক নেওয়াজের সঙ্গে দীপু মনিকেও আসামি করা হয়। তাতে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে এক কোটি ৯৬ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন থেকে কারাগারে রয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version