Site icon Jamuna Television

চিকিৎসা নিতে থাইল্যান্ডে জুলাই আন্দোলনের আরও ৬ জন

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা আন্দোলনে পায়ে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ব্যাংককে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।

এসময় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো: মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

/এসআইএন

Exit mobile version