Site icon Jamuna Television

আটলান্টিক মহাসাগরে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাদা হাঙরের সন্ধান

সমুদ্রে চলাচলের সময় কন্টেন্ডার নামের সাদা হাঙরের ছবি তুলেছে গবেষকরা। ছবি: এমএনএস

এখন পর্যন্ত সবচেয়ে বড় সাদা হাঙরের সন্ধান মিলেছে আটলান্টিক মহাসাগরে। একদল মহাসাগর গবেষক রেকর্ড করা সবচেয়ে বড় পুরুষ সাদা হাঙরের সন্ধান পেয়েছেন। এক প্রতিবেদনে এমএসএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিশাল সাইজের এই হাঙরের নাম কন্টেন্ডার। গবেষণা গোষ্ঠী জর্জিয়ার উপকূলে মাছটির সন্ধান পায়। ১৭ জানুয়ারি সর্বপ্রথম মাছটির খোঁজ পায় গবেষকরা।

তারপর থেকে দলটি আটলান্টিক মহাসাগরে মাছটির গতিবিধির ওপর নজর রাখছে। চলতি সপ্তাহে কন্টেন্ডারকে ফ্লোরিডার জলে পাওয়া গেছে। কন্টেন্ডারের সাথে ঘনিষ্ঠভাবে দেখা করার পর, গবেষকরা আবিষ্কার করেছেন যে হাঙরটি ১৩ দশমিক ৮ ফুট (৪.২ মিটার) লম্বা এবং আনুমানিক ১,৬৫৩ পাউন্ড (৭৪৯ কেজি) ওজনের। এতো ওজনের মাছটিকে ‘সত্যিকারের সমুদ্র দৈত্য’ হিসেবে বর্ণনা করেছে গবেষকরা।

/এআই

Exit mobile version