Site icon Jamuna Television

ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে দেশে আটক ১১৭

প্রতীকী ছবি

অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারাদেশে ১১৭ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরেই ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় ৭, টঙ্গী পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯, পুবাইল থানায় ২জনসহ অন্যান্য থানায় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এনিয়ে গত তিন দিনে গাজীপুরে ২৬৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।

এছাড়া, রংপুরে গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে ৩ এবং বিভাগের আট জেলা থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩ ঠাকুরগাঁওয়ে ৬ এবং রংপুরে ২ ও লালমনিরহাট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকাল ছয়টা থেকে অভিযান চালিয়ে আজ (মঙ্গলবার) সকাল ছয়টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিন দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ৬৮ জনকে গ্রেফতার করা হলো। এছাড়া পাবনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এনকে

Exit mobile version