Site icon Jamuna Television

পদত্যাগের ঘোষণা দিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট

রুমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রুশ হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন বাতিল হওয়ার পর পুনর্নির্বাচনের আগে পদত্যাগ করতে তার ওপর চাপ বাড়ছিলো।

তবে ইওহানিস জানিয়েছেন, মে মাসে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। গত ডিসেম্বরে, রুমানিয়ার শীর্ষ আদালত রুশ হস্তক্ষেপের অভিযোগে এবং প্রথম রাউন্ডে স্বল্প পরিচিত উগ্র ডানপন্থী প্রার্থীর অপ্রত্যাশিত বিজয়ের পর নির্বাচনের ফলাফল বাতিল করেন।

ইওহানিস বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন জানিয়ে বলেন, রোমানিয়ার জনগণকে সংকট থেকে বাঁচাতে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছি।

এদিকে উগ্র ডানপন্থী এইউআর পার্টির নেতা জর্জ সিমিয়ন ইওহানিসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘এটি আপনার (জনগণের) বিজয়!’

/এআই

Exit mobile version