Site icon Jamuna Television

আজ ‘সিঙ্গেলেই সুখী’ দিবস

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় ভালোবাসার মানুষদের জন্য একেকটি দিবস। এরই ধারবাহিকতায় রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারবাহিকতায় আজ প্রমিস ডে। ভালোবাসার মানুষগুলো উদযাপন করছেন নিজেদের মতো করে।

তবে সিঙ্গেলরা চাইলে আজ সুখেই কাটাতে পারবেন নিজের মতো। আজ ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’ (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)।

টমাস ও রুথ রয় নামের দু’জনের উদ্যোগে দিনটির প্রচলন হয়। যদিও কবে থেকে এই দিবস পালিত হচ্ছে সেটি জানা যায়নি।

যারা একা আছে আছেন, চাইলে দিবসটিকে নিজের মতো করে উদযাপন করতে পারেন। আপনি পুরো দিনটি নিজের জন্য আলাদা করে রাখতে পারেন। ঘুরে আসতে পারেন দূর থেকে। অথবা নতুন হেয়ারস্টাইল এবং আরামদায়ক ম্যাসাজের জন্য স্যালুনে যেতে পারেন, তারপর কোনো ব্যাখ্যা ছাড়াই নিজের ইচ্ছামতো নিজের মতো শপিং করতে পারেন আবার চাইলে সিঙ্গেল বন্ধুরা মিলে পার্টি বা পিকনিকও করতে পারেন।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

/এসআইএন

Exit mobile version